সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগরতলায় ইউনিটি মার্চ
আগরতলা, ২৪ নভেম্বর (হি.স.) : দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের অসামান্য অবদান স্মরণে সারাদেশে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার আগরতলার সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ‘ইউনিটি মার্চ’-এর উদ্বোধন করে মুখ্যম
ইউনিটি মার্চ আগরতলায়


আগরতলা, ২৪ নভেম্বর (হি.স.) : দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের অসামান্য অবদান স্মরণে সারাদেশে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার আগরতলার সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ‘ইউনিটি মার্চ’-এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এ কথা জানান।

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিটি রাজ্যে তাঁকে স্মরণ করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১৯৪৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে দেশকে ঐক্যবদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বভৌম স্বার্থ রক্ষায় তাঁর অক্লান্ত প্রচেষ্টা আজও দৃষ্টান্তস্বরূপ।

তিনি আরও জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার মত কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল এই পদযাত্রায় যোগ দিতে মুখ্যমন্ত্রী গুজরাট যাচ্ছেন বলে জানান।

ডাঃ সাহার বক্তব্য, “সমস্ত মুখ্যমন্ত্রীকে এই পদযাত্রায় অংশ নিতে বলা হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বহু যুবক সর্দার প্যাটেল সম্পর্কে অবগত নয়। যুবসমাজকে তাঁর অবদান সম্পর্কে জানাতে হবে। দেশের ঐক্য নষ্ট করতে ষড়যন্ত্র চলছে, আমরা তার উপর কড়া নজর রাখছি।”

রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ত্রিপুরায় ২০,০০০-এর বেশি চাকরি প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও আরও নিয়োগ চলবে।

অনুষ্ঠানে ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পদ্মশ্রী দীপা কর্মকার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande