“৫০০ বছরের ত্যাগ, তপস্যা পূর্ণতা পেলো”, অযোধ্যা নিয়ে বার্তা শুভেন্দুর
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): “আজ বিশ্বের সমস্ত সনাতনীদের প্রায় ৫০০ বছরের ত্যাগ, তপস্যা পূর্ণতা পেলো। বিশ্বের কোটি কোটি সনাতনী ভক্তের অপেক্ষা আজ শেষ হল।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৩ মিনিটের ভিডি
“৫০০ বছরের ত্যাগ, তপস্যা পূর্ণতা পেলো”, অযোধ্যা নিয়ে বার্তা শুভেন্দুর


কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): “আজ বিশ্বের সমস্ত সনাতনীদের প্রায় ৫০০ বছরের ত্যাগ, তপস্যা পূর্ণতা পেলো। বিশ্বের কোটি কোটি সনাতনী ভক্তের অপেক্ষা আজ শেষ হল।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

৩ মিনিটের ভিডিয়ো যুক্ত করে তিনি লেখেন, “অসংখ্য সনাতনী যারা আজকের এই বিশেষ ঐতিহাসিক দিনটির জন্য নিজেদের প্রাণ পর্যন্ত বলিদান করেছেন, তাঁদের বিদেহী আত্মাও আজ পরিতৃপ্তি লাভ করল। আজ ভব্য রাম মন্দিরের চুড়ায় উঠল পবিত্র সেই 'ধর্ম-ধ্বজ', যে 'ধর্ম-ধ্বজ' অসীম শান্তির প্রতীক, সত্যের প্রতীক, রাম রাজ্যের প্রতীক।

অযোধ্যার পবিত্র ভূমিতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় ও পরমপূজ্য সরসংঘচালক শ্রী মোহন ভাগবত মহাশয় ভব্য রাম মন্দিরের শিখরে পবিত্র গৈরীক 'ধর্ম ধ্বজ' উত্তোলন করলেন। মন্দিরের সু-উচ্চ শিখরে শুভ মুহূর্তে সম্পন্ন এই 'ধ্বজারোহন' শুধু একটি আচার নয়, এটি সকল ভারতবাসীর আস্থা, আকাঙ্ক্ষা, বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক ঐতিহাসিক জয়। অযোধ্যা সহ সমগ্র বিশ্বের আকাশে আজ পূনরায় প্রতিধ্বনিত হলো ধর্মের শাশ্বত বার্তা.....'ধর্মঃ রক্ষতিঃ রক্ষিতঃ'

আজ সমগ্র বিশ্ব 'রাম'ময়....

জয় শ্রী রাম

জয় জয় শ্রী রাম”।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande