
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : মঙ্গলবার দুপুরে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন- এর ডাকে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। তাদের আন্দোলন তথা প্রতিবাদে এদিন ফের সরগরম হয়েছে কলকাতার রাজপথ । হাইকোর্টের ডিভিশনে বেঞ্চের রায় অনুযায়ী, ডা. অনিকেত মাহাতোকে অবিলম্বে নিয়োগের দাবিতে রাজপথে নামে আন্দোলনকারীরা। সল্টলেকে জমায়েতের ডাক দেওয়া হয়। এই প্রসঙ্গে সার্ভিস ডক্টর ফোরামের তরফেও ডা. বিপ্লব চন্দ এই কর্মসূচির জন্য নীতিগতভাবে সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি'র রহস্যমৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকেরা লাগাতর আন্দোলনে যোগ দেন। ডা. অনিকেত মাহাতোদের নেতৃত্বেই সুবিচারের দাবিতেই বৃহত্তর আন্দোলন চলে। এরপর তাকে অন্যত্র সরানো হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত