
গুয়াহাটি, ২৫ নভেম্বর (হি.স.) : অসমে উপজাতি বেল্ট এবং ব্লকগুলিতে ভূমি অধিকার রক্ষা করতে জেলা-স্তরে ট্রাইবুনাল গঠনের প্রস্তাব করে একটি বিল পেশ করেছে রাজ্য সরকার।
অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ প্রথম দিন রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী কেশব মহন্ত ‘আসাম ডিস্ট্রিক্ট ল্যান্ড ট্রাইব্যুনাল বিল, ২০২৫’ পেশ করেছেন। বিল পেশ করে মন্ত্রী বলেন, অসম চুক্তি অনুয়ায়ী আজ এই বিল বিধানসভায় পেশ করা হয়েছে। তিনি বলেন, সুরক্ষিত এলাকায় ভূমি বিচ্ছিন্নতা সংক্রান্ত মামলার বিচার করতে এবং দখলের সমস্যা সমাধানের জন্য রাজ্য জুড়ে স্বাধীন ট্রাইবুনাল প্রতিষ্ঠা করতে এই আইন প্রবর্তন করতে চায় সরকার।
মন্ত্ৰী কেশব মহন্ত বলেন, বিলটির লক্ষ্য হলো, বিশেষ অর্ধ-বৈচারিক ব্যবস্থা প্রদান করে ভূমি সংক্রান্ত ব্যবস্থাকে শক্তিশালী করে একচেটিয়াভাবে সুরক্ষিত শ্রেণির ভূমি অধিকার প্রদান করা। তিনি বলেন, এই আইন ১৯৮৫ সালের অসম চুক্তির ৬ ধারা পূরণ করে অসমিয়া জনগণের, বিশেষ করে উপজাতীয় অঞ্চলের মানুষজনের সংস্কৃতি, পরিচয় এবং অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি।
প্রস্তাবিত আইনের উদ্দেশ্য এবং ন্যায্যতার ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ট্রাইবুনালগুলি বর্তমান ব্যবস্থার বিলম্বতা কাটিয়ে উঠতে দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর মামলার নিষ্পত্তি নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি করা হবে। তিনি জানান, বিলে আসাম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন, ১৮৮৬-এর ধারা ১৬৯ বাতিল করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আপিল প্রক্রিয়াকে নতুন ট্রাইহবুনালের সাথে দেওয়ানি আদালতের সমতুল্য ক্ষমতা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে বিলে। বিচার বিভাগীয় তত্ত্বাবধান নিশ্চিত করে ট্রাইবুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গৌহাটি হাইকোর্টে দায়ের করা যেতে পারে, সদনে জানান মন্ত্রী মহন্ত।
মন্ত্ৰী আরও জানান, সরকার উপজাতি বেল্ট এবং ব্লকের মধ্যে ১১টি জেলায় ট্রাইবুনাল স্থাপনের পরিকল্পনা করছে। এর জন্য নতুন কোনও অফিস বা পদ সৃষ্টি না করে বিদ্যমান রাজস্ব পরিকাঠামো ব্যবহার করা হবে। প্রতিটি ট্রাইবুনালের সভাপতিত্ব করবেন একজন অবসরপ্রাপ্ত জেলা বা অতিরিক্ত জেলা জজ।
রাজস্ব মন্ত্রী কেশব মহন্ত বলেন, এই পদক্ষেপটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সংগত ভূমি শাসনের প্রতি সরকারের প্রতিশ্রুতি এবং সংরক্ষিত অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস