
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : এস আই আর নিয়ে মেয়রের নেতৃত্বেই পর্যালোচনা বৈঠক সম্পন্ন হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কাজের তৃতীয় সপ্তাহে একজোড়া বৈঠক সারলেন মেয়র ফিরহাদ হাকিম। প্রথম বৈঠকটি হয়েছে দক্ষিণ কলকাতায়। তেরাপন্থ ভবনে বিকালে চারটে নাগাদ। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, অসীম কুমার বসু, কাউন্সিলর রত্না চ্যাটার্জি, শুভাশিস চক্রবর্তী, মণীশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। সেইসঙ্গে দলের কর্মী ও সমর্থকরা যোগদান করেন। দ্বিতীয় দফায় উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে এদিন তা সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত