বালি হল্টের কাছে চলন্ত বাসে আগুন, হতাহতের খবর নেই
হাওড়া, ২৫ নভেম্বর (হি.স.): জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাওড়ার বালি হল্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। জানা
বালি হল্টের কাছে চলন্ত বাসে আগুন, হতাহতের খবর নেই


হাওড়া, ২৫ নভেম্বর (হি.স.): জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাওড়ার বালি হল্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই।

জানা গেছে, মঙ্গলবার বালি হল্টের কাছে ধুলোগড়-নয়াবাদ রুটের একটি চলন্ত বাসে আচমকা আগুন ধরে যায়। তৎক্ষণাৎ বালি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বাসে থাকা ২৫-৩০ জন যাত্রীকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়। এই ঘটনার জেরে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande