“নিশ্চিন্তে ঘুমোবেন, আমি আছি আপনাদের পাশে”, আশ্বাস মুখ্যমন্ত্রীর
উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি. স.): “ভয় পাবেন না, আমরা থাকতে কেউ আপনাদের তাড়াতে পারবে না। কেউ যেন হতাশায় ভুল সিদ্ধান্ত না নেন। নাগরিকত্বের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।” এসআইআর-এর আবহে উদ্বিগ্ন মানুষকে শান্ত করতে মঙ্গলবার মাঠে নেমে এই বার্তা দি
মমতা বন্দ্যোপাধ্যায়


উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি. স.): “ভয় পাবেন না, আমরা থাকতে কেউ আপনাদের তাড়াতে পারবে না। কেউ যেন হতাশায় ভুল সিদ্ধান্ত না নেন। নাগরিকত্বের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।” এসআইআর-এর আবহে উদ্বিগ্ন মানুষকে শান্ত করতে মঙ্গলবার মাঠে নেমে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসআইআর বিতর্কের আবহে বিশেষত মতুয়া অধ্যুষিত বনগাঁর বিভিন্ন অঞ্চলে আতঙ্ক আরও ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। মঙ্গলবার তিনি বলেন, “নাগরিকত্ব নিয়ে ভয় পাবেন না। নিশ্চিন্তে ঘুমোবেন, আমি আছি আপনাদের পাশে।”

কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর সংক্রান্ত কাজ দ্রুতগতিতে চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার বনগাঁ ও তার লাগোয়া এলাকায়—যা দীর্ঘদিন ধরেই মতুয়াদের নির্ভরযোগ্য রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া হঠাৎ করে চাপিয়ে দেওয়ায় বহু মানুষ নিজের নথি জোগাড় করতে না পেরে আতঙ্কে রয়েছেন। এই পরিস্থিতিতে বনগাঁ সফরে গিয়ে এদিন মানুষের উদ্বেগ দূর করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।

তিনি দাবি করেন, বিজেপি কখনওই মতুয়াদের পাশে দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রীর কথায়, “বড়মা অসুস্থ হলে কে হাসপাতালে ভর্তি করাত? আমরা ছ’বার ভর্তি করিয়েছি। ঠাকুরবাড়ির উন্নয়ন কারা করেছে?” বনগাঁর সভা শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর—প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মিছিল করেন মুখ্যমন্ত্রী।

এর আগে এসআইআর এর প্রতিবাদে এবং নাগরিকত্ব রক্ষার দাবিতে কলকাতায় মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে হেঁটেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande