সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা
বীরভূম, ২৫ নভেম্বর (হি.স.): “ওনার এটা মিথ্যে কথা। মুসলিম ভোটকে, ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন।” মঙ্গলবার মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বনগাঁয় মতুয়াদের সমাবেশে গর্জে উঠে তৃণমূ
সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা


বীরভূম, ২৫ নভেম্বর (হি.স.): “ওনার এটা মিথ্যে কথা। মুসলিম ভোটকে, ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন।” মঙ্গলবার মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বনগাঁয় মতুয়াদের সমাবেশে গর্জে উঠে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর-এর নামে, এনআরসি করা হচ্ছে!” এর প্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করলে ওপরের মন্তব্যের পর শুভেন্দুবাবু বলেন, “এবারে খুশির খবর, আমি মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি। মুসলিমরা মমতার মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। উনি কিন্তু এই মিথ্যাচার করে, মুসলিমদেরকে ক্ষেপিয়ে, রাস্তায় নামিয়ে, অনেক জায়গায় হিংসাত্মক কাজকর্ম হয়েছিল। ট্রেন বাস পুড়িয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাবাদী, এটা শুধু হিন্দুরা নন, মুসলিমরাও জেনে গিয়েছে।

বনগাঁয় মতুয়াদের সভায় মুখ্যমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে শুভেন্দুবাবু বলেন, “বাংলা দখল বিজেপি করতে চায় না। বাংলায় বিজেপি জিততে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। টাটাকে ফিরিয়ে আনতে চায়। হাতে কাজ দিতে চায়। পেটে ভাত দিতে চায়। মাথায় ছাদ দিতে চায়।

মঙ্গলবার ছিল সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা। এদিন তিনি বলেন, পরিবর্তনের ঝড়। ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। চুরি, দুর্নীতি, মাফিয়ারাজ, বেকারত্ব, নারী নির্যাতন, আদিবাসী তপশীলিদের উপর অত্যাচার, তোষণ, হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সংরক্ষণ দেওয়া। এসআইআর-কে ভন্ডুল করা, ভোট লুট করার বিরুদ্ধে, সর্বস্তরের মানুষ সংকল্পবদ্ধ হচ্ছেন।”

শুভেন্দুবাবু বলেন, “পরিবর্তন সংকল্প যাত্রাতে, তাঁরা আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে, সংকল্পবদ্ধভাবে, নো ভোট টু মমতা করবে। এবং ভারতীয় জনতা পার্টিকে আনবে”।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande