
পাটনা, ২৫ নভেম্বর (হি.স.) : বিহারের শেখপুরায় মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী । মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত , বিহারের শেখপুরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৪। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শেখপুরা জেলায় জাতীয় সড়ক ৩৩-এ। ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ ’জনের মৃত্যু হয় এবং ৪ জন গুরুতরভাবে জখম হন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর নালন্দা জেলার পাওয়াপুরীতে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি শেখপুরা–সিকন্দরার মাঝামাঝি মনিণ্ডা গ্রামের কাছে ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে অটোর একাধিক আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি আরও জানান, মৃতদের মধ্যে একটি ১০ বছরের শিশু কন্যা রয়েছে। বাকিদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। মৃতদের নাম রাহুল কুমার, আশা দেবী, সুরতি দেবী ,নিশা কুমারী (বয়স প্রায় ১০ বছর), রাজকুমার সাও, মহেশ কুমার। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন সুমন কুমার (অটোচালক), দীপক কুমার ,সুষমা দেবী ,প্রিয়াঙ্কা কুমারী। চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য