
কলকাতা, ২৫ নভেম্বর ( হি. স.) রাজ্যে শীতের দাপট বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় পারদ ১৩ ডিগ্রি বা তারও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য কমলেও পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে তা আবার বাড়বে বলে পূর্বাভাস।এদিকে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তবে এই দুই নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। নিম্নচাপগুলির কারণে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ আন্দামান সাগর-সংলগ্ন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়