
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): কয়েক দিনের মধ্যে পর পর দু’বার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শেষ চিঠি পাঠিয়েছিলেন সোমবার। ঠিক তার এক দিন পরেই মমতাকে চিঠি দিয়ে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার কথা জানাল কমিশন।
কমিশনের চিঠিতে বলা হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই কমিশনের এই চিঠি।
চিঠিতে জানানো হয়েছে, কমিশন সব সময় সব রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত। সেই কারণে তৃণমূলের অনুরোধের ভিত্তিতে তাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবে কমিশন। পাঁচ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে দেখা করতে পারে। আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর ১১টার সময় তৃণমূলের সঙ্গে বৈঠক করতে রাজি কমিশন।
শুধু তা-ই নয়, প্রতিনিধিদলে কে কে থাকবেন, তাঁদের নাম জানাতেও বলা হয়েছে তৃণমূলকে। চিঠি দেওয়া হয়েছে মমতার কালীঘাটের বাড়ির ঠিকানায়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত