
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : নয়াদিল্লির শাহদারার বিবেক বিহারের ৬ নম্বর গলি এলাকার জোয়ালা নগরে একটি নির্মীয়মান বাড়ি ধসে পাঁচজন আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ, দমকল, মেডিক্যাল টিম ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মেরামতির চলছিল। কাজ চলাকালীন একটি অংশের কাঠামো ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বাড়ির সদস্য ও শ্রমিকরা। আহতদের মধ্যে রয়েছেন বাড়ির সদস্য বিনয় (৩০), তাঁর মা রামশ্রী (৬০), দুই শ্রমিক এবং এক ভাড়াটে রাজেশ। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এক পুলিশ আধিকারিক জানান, বাড়ির নির্মাণকাজ চলার সময় হঠাৎ কাঠামো ভেঙে পড়ে। উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য