ট্রেনে সহযাত্রী শিক্ষিকার আমন্ত্রণে জিয়াগঞ্জের স্কুলে রাজ্যপাল
জিয়াগঞ্জ, ২৫ নভেম্বর ( হি. স.) ট্রেনে আলাপচারিতা থেকেই জন্ম নিল অনন্য এক মুহূর্ত। এস এন গার্লস হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদারের নিমন্ত্রণে মঙ্গলবার আচমকা জিয়াগঞ্জের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পূর্বন
রাজ্যপাল জিয়াগঞ্জ স্কুলে


জিয়াগঞ্জ, ২৫ নভেম্বর ( হি. স.) ট্রেনে আলাপচারিতা থেকেই জন্ম নিল অনন্য এক মুহূর্ত। এস এন গার্লস হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদারের নিমন্ত্রণে মঙ্গলবার আচমকা জিয়াগঞ্জের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচি শেষ করে সরাসরি স্কুলে পৌঁছে তিনি শিক্ষিকা ও পড়ুয়াদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।কলকাতা থেকে জিয়াগঞ্জগামী ট্রেনে সহযাত্রী ছিলেন চন্দ্রানী দেবী ও রাজ্যপাল। আলাপচারিতার মধ্যেই তিনি রাজ্যপালকে স্কুল পরিদর্শনের অনুরোধ জানান। রাজ্যপালের দফতর সূত্রে জানা গিয়েছে, শিক্ষিকার সেই আন্তরিক আমন্ত্রণেই বিদ্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যের সাংবিধানিক প্রধান।রাজ্যপালের আগমনে স্কুলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তিনি স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখেন, শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং পরিকাঠামো ও শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande