
কলকাতা, ২৫ নভেম্বর ( হি. স.) এস.আই.আর. কর্মসূচিতে যৌনকর্মীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ। যৌনকর্মীদের সমস্যার সমাধানের দাবিতে নির্বাচন কমিশনে ডেপুটেশন দিল অখিলভারত হিন্দুমহাসভা। মঙ্গলবার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিরা সোনাগাছি এলাকায় যৌনকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নির্বাচন কমিশনে তাঁদের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়।ড. গোস্বামী জানান, এস.আই.আর. ফর্ম পূরণে যৌনকর্মীরা নানা সামাজিক ও প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, পেশাগত কারণে গোপনীয়তা বজায় রাখার বাধ্যবাধকতার ফলে প্রয়োজনীয় তথ্য জোগাড়ে অনেকে সমস্যায় পড়ছেন। এমন পরিস্থিতিতে ভোটাধিকার রক্ষায় বিশেষ ব্যবস্থা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।নির্বাচন কমিশনে জমা দেওয়া ডেপুটেশনের কপি হস্তান্তর করা হয় দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্করের হাতে। যৌনকর্মীদের মধ্যে থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার ইচ্ছাও প্রকাশ করে হিন্দুমহাসভা। স্বাগত জানিয়েছে দুর্বার কমিটি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়