
নন্দীগ্রাম, ২৫ নভেম্বর ( হি. স.) বিজেপিকে ভোট দিলে নন্দীগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে—তৃণমূল নেত্রী ও গ্রামপঞ্চায়েত সদস্যা অষ্টমী গিরির সমাজমাধ্যমের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি শাসিত বাকচা ও গজিনা গ্রামপঞ্চায়েতে গত তিন মাস ধরে বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ না পাওয়ায় বিজেপির বিক্ষোভ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সরব হওয়ার প্রেক্ষিতেই ওই মন্তব্য করেছেন তিনি। এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঙ্গলবার অষ্টমী গিরি তাঁর পোস্টে লেখেন, “ময়না বিধানসভা যেমন বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার, ঠিক তেমন নন্দীগ্রামেও হবে বিজেপিকে ভোট দিলে।” মন্তব্যটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা তৈরি হয়। যদিও নিজের বক্তব্যে অনড় তিনি। অষ্টমীর দাবি, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ করে দিয়েছেন, তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে অভাব বুঝতে না দিয়ে সব প্রকল্প চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, নন্দীগ্রামের মানুষ বাস্তব পরিস্থিতি বুঝুক, সেই উদ্দেশ্যেই পোস্ট।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পকে ভোটের সঙ্গে যুক্ত করে তৃণমূল মানুষের অধিকার নিয়ে খেলছে। এদিকে শাসকদলের জেলা নেতৃত্বের দাবি, মন্তব্যের পরিপ্রেক্ষিত বোঝা জরুরি, ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়