
মালবাজার, ২৫ নভেম্বর (হি.স.): মালবাজার ব্লকের নেপুচাপুর চা বাগানের ৮ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল চিতাবাঘের জোড়া শাবক। মঙ্গলবার সকালে স্থানীয়রা সেগুলিকে দেখতে পান । বন দফতর জানায়, ওই এলাকায় ভিড় ছিল। আপাতত শাবক দুটি উদ্ধার করে লাটাগুড়ির প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে আনা হয়েছে। প্রাণী চিকিৎসক তাদের শারীরিক পরিস্থিতি দেখছে। শাবক দুটির বয়স ৬ মাসের মতো। চা বাগানে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে এ ভাবে চিতাবাঘের জোড়া শাবক খাঁচাবন্দি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ