বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে, সভায় অভিযোগ মমতার
উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি.স.): “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি?” মঙ্গলবার মতুয়াগড় বনগাঁর প্রকাশ্য সমাবেশে এই প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তৃণমূলনেত্রী বলেন, “স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্তার শি
বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে, সভায় অভিযোগ মমতার


উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি.স.): “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি?” মঙ্গলবার মতুয়াগড় বনগাঁর প্রকাশ্য সমাবেশে এই প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সভায় তৃণমূলনেত্রী বলেন, “স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্তার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। কোথাও চলছে ধরপাকড়, কোথাও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী বাংলায় কথা বলায় কর্মক্ষেত্রেও হেনস্থার শিকার হতে হচ্ছে।”

বেশ কিছুদিন ধরে এই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একাধিকবার তোপ দেগেছেন তৃণমূল নেত্রী নিজেও। এসআইআর আবহে ফের একবার বাংলা এবং বাঙালি অস্মিতায় শান দিলেন তিনি।

এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার মতুয়াগড় ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। আর সেই সভা থেকেই তৃণমূল নেত্রী বলেন, বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দাগেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande