
উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি.স.): টাকার বিনিময়ে মতুয়া মহাসভার নামে কার্ড দিয়ে মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। শংসাপত্রে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে! এই অভিযোগ তুলে মতুয়াগড় বনগাঁর সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১০০ টাকার বিনিময়ে শংসাপত্র দিয়ে বলা হচ্ছে এটা দেখালেই ভোটার তালিকায় নাম উঠে যাবে। মমতার প্রশ্ন, ‘ইলেকশন কমিশন কি এই কথা বলেছে? আগে কথাটা লিখতে বলুন। প্রতারণা করছে আপনাদের সঙ্গে।’ রামকৃষ্ণ মিশনও কার্ড দেয়, কিন্তু কোন দেশের নাগরিক তা ওরা লেখে না বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুরু থেকে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ১০০ টাকার বিনিময়ে তা পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শংসাপত্রের আবেদনপত্র পড়ে বলেন, “এতে লেখা আপনি বাংলাদেশি ছিলেন। মানে ২০২৫ সালে যখন শংসাপত্র পাচ্ছেন, তখন আপনাকে বাংলাদেশি বলে প্রমাণ করে দিচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত