
প্রয়াগরাজ, ২৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ফুলপুর থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ব্যক্তির নাম নরেশ দ্বিবেদী (৪৫)। তিনি প্রয়াগরাজ জেলার মেজা থানা এলাকার পাকরি সেবার গ্রামের বাসিন্দা। সোমবার গভীর রাতে ফুলপুর থানার অন্তর্গত এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে নরেশের গাড়িতে ধাক্কা দেয় । ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। । ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ ডাম্পারটি ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন