ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে ৮টি বালি বোঝাই লরি আটক পুলিশের, গ্রেফতার ৫
ঝাড়গ্রাম, ২৫ নভেম্বর (হি.স.) : আবারও ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি আনার সময় আটটি বালি বোঝাই লরি আটক করল মানিকপাড়া ফাঁড়ি থানার পুলিশ। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে গৌতম পাত্র ও সুনীল পাত্র দু’জনেরই বাড়ি
ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে ৮টি বালি বোঝাই লরি আটক পুলিশের, গ্রেফতার ৫


ঝাড়গ্রাম, ২৫ নভেম্বর (হি.স.) : আবারও ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি আনার সময় আটটি বালি বোঝাই লরি আটক করল মানিকপাড়া ফাঁড়ি থানার পুলিশ। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে গৌতম পাত্র ও সুনীল পাত্র দু’জনেরই বাড়ি বালিচুয়া গ্রামে। আর কৃষ্ণ পাতরের বাড়ি ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার কদমডিহা গ্রামে। ভূপেন মুর্মুর বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকায় এবং সমর ধনের বাড়ি বিনপুর থানার আন্ধারিয়া গ্রামে।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ছয় নম্বর রাজ্য সড়ক ধরে খড়গপুরের দিকে বালি পরিবহণের চেষ্টা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বালিভাষা এলাকায় নাকা চেকিংয়ের সময় লরিগুলি আটক করা হয়। এর মধ্যে দু’টি লরির চালক রাস্তার ধারে গাড়ি রেখে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। অন্যান্য লরি চালকরা বৈধ কোনও নথি দেখাতে না পারায় লরিগুলো আটক করা হয় এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঝাড়গ্রাম জেলা পুলিশ টানা অভিযানে জামবনি ও মানিকপাড়া ফাঁড়ি থানার উদ্যোগে মোট ২২টি অবৈধ বালি বোঝাই লরি বাজেয়াপ্ত করেছে এবং এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande