
মানিকচক, ২৫ নভেম্বর ( হি. স.): বর্ষা শেষে শুখা মরশুমেও ফের ভাঙন আতঙ্ক গ্রাস করল মালদার মানিকচকের নুরপুর অঞ্চলের যোগনিগ্রাম এলাকাকে। মঙ্গলবার এলাকাবাসী জানান, কালিন্দি নদীর পাড় জুড়ে প্রায় একশো মিটার বিস্তীর্ণ জমিতে বড় বড় ধস নামতে শুরু করেছে। আচমকাই নদীপাড় ভেঙে পড়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।তাঁদের অভিযোগ, এই গতিতে ভাঙন চলতে থাকলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বহু পরিবার বাড়িঘর হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে। তাই দ্রুত ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপের দাবি তুলেছেন বাসিন্দারা।এদিন ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মালদা জেলা পরিষদের কর্মদক্ষ কবিতা মণ্ডলসহ প্রশাসনের প্রতিনিধিরা। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব ভাঙন রোধের কাজ শুরু করা হবে।স্থানীয়দের আশা, প্রশাসনের তৎপরতায় এবার অন্তত রক্ষা পাবে গ্রাম ও নদীপাড়ের গুরুত্বপূর্ণ বিস্তীর্ণ অঞ্চল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়