
উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার থেকে সোদপুরে শুরু হয়েছে রেলওয়ে ওভারব্রিজ সংস্কারের কাজ। সেই কারণে সোদপুরে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জারি করা ট্র্যাফিক রেগুলেশনে জানানো হয়েছে, ২৫ নভেম্বর থেকেই চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যতদিন না ওভারব্রিজের কাজ শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্রিজের কাজ শেষ হলেই তা আবার যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে।
ওভারব্রিজ বন্ধ থাকার জন্য কোন কোন পথে যাতায়াত চলবে তা জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশের তরফে জারি করা নির্দেশিকায়। একমুখী যানচলাচল করবে ওই সেতু দিয়ে। নিয়ন্ত্রণ নির্দেশিকা অনুযায়ী, মধ্যমগ্রামের দিক থেকে সেতু পেরিয়ে সোদপুরের বি টি রোডে নামা যাবে। কিন্তু সোদপুর থেকে সেতু পেরিয়ে মধ্যমগ্রামের দিকে যাওয়া যাবে না।
সোদপুর থেকে মধ্যমগ্রামগামী গাড়িগুলিকে বি টি রোডের গির্জা মোড় থেকে আট নম্বর রেলগেট পেরিয়ে রাসমণি মোড় দিয়ে যাতায়াত করতে হচ্ছে। রাসমণি মোড় থেকে কেয়া মোড় থেকে অমরাবতী হয়ে মধ্যমগ্রাম রোডে যাওয়া যাচ্ছে। যানজট এড়াতে গির্জা মোড় থেকে রাসমণি মোড়ের দিকে যাওয়ার রাস্তাতেই যান চলাচল করছে। বিপরীত দিকে অর্থাৎ রাসমণি মোড় থেকে গির্জা মোড়ের দিকে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ বলে কমিশনারেটের তরফে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত