
নার্নৌল, ২৫ নভেম্বর (হি.স.): হরিয়ানার নার্নৌল জেলায় বিয়ের শোভাযাত্রায় যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। সোমবার রাতের এই দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত দুই যুবকের নাম মোহিত ও হারজি, দু’জনেরই বয়স ১৮ বছর। সোমবার রাতে একটি বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল কিলা রোড হয়ে । সেই সময় একটি নিয়ন্ত্রণহীন গাড়ি আচমকাই শোভাযাত্রায় ঢুকে পড়ে। সেসময়েই আহত হন বেশ কয়েকজন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে সাতজনই চিকিৎসাধীন। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং পালাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন