রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈঠক শুক্রবার
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : ১২টি রাজ্যে দেশজুড়েই একযোগে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়। এদিকে, শাসকদলের তরফে ওই গুরুত্বপূর্ণ কাজের জন্য নানা সময়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। কলকাতা ও দিল্লি দু জায়গাত
রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈঠক শুক্রবার


কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : ১২টি রাজ্যে দেশজুড়েই একযোগে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়। এদিকে, শাসকদলের তরফে ওই গুরুত্বপূর্ণ কাজের জন্য নানা সময়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। কলকাতা ও দিল্লি দু জায়গাতেই তৃণমূল কংগ্রেসের তরফে এ নিয়ে দরবার করা হয়েছে। কাজের পদ্ধতি থেকে শুরু করে নিয়ম বিধি নিয়েও প্রশ্ন উত্থাপন করে দুটি চিঠিও দেওয়া হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানে পরিবর্তিত পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন ও জাতীয় নির্বাচন কমিশনে চিঠিও লিখে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিন পাতার চিঠি দেন। তাতে এস আই আর - কাজ আপাতত বন্ধ রাখা ও বুথ লেভেল অফিসারদের উপর এই মুহূর্তে যে চাপ সৃষ্টি হচ্ছে সেকথাও উল্লেখ করা হয়েছে। বহুতল আবাসনে পৃথক ভোটগ্রহণ কেন্দ্র খোলার সিদ্ধান্ত ইত্যাদি। এর সূত্র ধরেই, রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন - নির্বাচন কমিশনের বর্তমান কাজকর্মের প্রশ্নে আলোচনা করতে চেয়েছেন। আগামী শুক্রবার সকাল ১১টায় রাজধানী দিল্লিতে নির্বাচন সদনে বৈঠকের জন্য সময় চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরফেও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী বলে জানানো হয়। রাজধানী দিল্লিতে নির্বাচন সদনের কার্যালয়েই ওই বৈঠকটি হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande