
আলিপুরদুয়ার, ২৫ নভেম্বর ( হি. স.) বেতন বকেয়া ঘিরে উত্তেজনা আলিপুরদুয়ারের নিমতি ঝোড়া চা বাগানে। মঙ্গলবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে ক্ষুব্ধ শ্রমিকরা অফিস কার্যালয় ঘেরাও করেন। অভিযোগ, নির্ধারিত সময়ে মজুরি পান না তাঁরা। বারবার জানিয়েও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ চরমে ওঠে। এরপর বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, দিনের পর দিন শোষণ করা হচ্ছে তাঁদের। সময়মতো বেতন না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বহুবার আলোচনার পরও সমস্যা নিরসনে কর্তৃপক্ষ উদ্যোগী না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনে নামতে হচ্ছে বলে জানান তাঁরা। ফলে চা বাগানে পুরোপুরি কাজ বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবি, অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করে ভবিষ্যতে নির্ধারিত দিনে বেতন দেওয়ার লিখিত আশ্বাস দিতে হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়