অশ্লীল আচরণ ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা গ্রামবাসীদের, ঘোলাকান্দি প্রাথমিক স্কুলে উত্তেজনা
ফারাক্কা, ২৫ নভেম্বর ( হি. স.) : মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া পঞ্চায়েতের ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইলকে স্কুলে ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক বছর আগে তাঁর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে
প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা


ফারাক্কা, ২৫ নভেম্বর ( হি. স.) : মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া পঞ্চায়েতের ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইলকে স্কুলে ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক বছর আগে তাঁর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ ও মিড-ডে মিলের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ওই ঘটনায় পক্সো আইনে মামলা দায়ের করে ফারাক্কা থানার পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল।দিনের শুরুতেই প্রধান শিক্ষক ইসমাইল স্কুলে ফিরলে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং প্রবেশদ্বারে তাঁকে আটকে দেন। তাঁদের হুঁশিয়ারি, “এই প্রধান শিক্ষক কোনওভাবেই স্কুলে ঢুকতে পারবেন না।” এলাকাবাসীর অভিযোগ, ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে তাঁর ফিরে আসা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত স্কুল ছাড়তে বাধ্য হন প্রধান শিক্ষক। স্থানীয়দের দাবি, ইসমাইলকে অন্যত্র পাঠানো হোক এবং ঘোলাকান্দি স্কুলে নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। তাঁদের বক্তব্য, নতুন শিক্ষক এলে পড়াশোনা ও স্কুলের পরিবেশ সুরক্ষিত থাকবে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande