
কাঞ্চনপুর (ত্রিপুরা), ২৫ নভেম্বর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত খবরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম আব্দুল ফাতার ওরফে আসাদ (৩৮)। তাঁর বাড়ি দামছড়া থানাধীন কানাঝুরি এলাকায়। তল্লাশি অভিযানে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় মোট ১৬ কার্টুন বার্মিজ সিগারেট। বাজারে যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে অনুমান।
ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আন্তর্জাতিক সিগারেট পাচার চক্রের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দামছড়া থানার পুলিশ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ