
সোনামুড়া (ত্রিপুরা), ২৫ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ নেশা কারবারে জড়িত থাকার অভিযোগে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ওই মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫.৯৮৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া, গাঁজা পাচারের কাজে ব্যবহৃত টিআর০৭-০৪১৩ নম্বরের একটি মারুতি ইকো গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই গাড়িটির মাধ্যমে সোনামুড়া এলাকা থেকে বিভিন্ন জায়গায় মাদক পাচার করা হত।
ঘটনার সাথে যুক্ত অভিযুক্ত মহিলার নাম রুবি আক্তার (২৩) (কাল্পনিক নাম)। তিনি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে এলাকায় আরও কারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সেই তথ্য মিলেছে। সেইসব তথ্যের সত্যতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাদকবিরোধী অভিযানে সোনামুড়া থানার এই সাফল্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ