
আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার গ্রামীণ যোগাযোগব্যবস্থাকে আরও উন্নত ও টেকসই করতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ‘মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। গত ২৪ নভেম্বর প্রজ্ঞাভবনে এই প্রকল্পের সূচনা হয়। রাজ্যের প্রত্যন্ত ও প্রান্তিক জনবসতিগুলিকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই এই যোজনার মূল লক্ষ্য।
সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন ঘটলেও এখনও বহু ছোট জনবসতি মূল পাকা রাস্তা থেকে ৫০ মিটার থেকে ১ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেইসব এলাকাকে সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য স্থায়ী সড়কের মাধ্যমে সংযুক্ত করা হবে। লক্ষ্যমাত্রা হিসেবে নেওয়া হয়েছে রাজ্যে প্রায় ৫০০ কিলোমিটার নতুন গ্রামীণ সড়ক নির্মাণ।
রাস্তাগুলির নকশা ও নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। সিমেন্ট-কংক্রিট, পেভার ব্লক ও বিটুমিনাস (ব্ল্যাক-টপ) রাস্তা নির্মাণের পাশাপাশি জিআইএস ম্যাপিং, সিবিআর টেস্ট সহ বিজ্ঞানভিত্তিক পরীক্ষার মাধ্যমে কারিগরি মান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইআরসি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের নির্দেশিকাও কঠোরভাবে অনুসরণ করা হবে। রাস্তার স্থায়িত্ব রক্ষায় নিকাশি ব্যবস্থা ও স্লোপ প্রোটেকশনও অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আর্থিক দিক থেকে এই প্রকল্প বাস্তবায়নে ‘কনভারজেন্স’ মডেল গ্রহণ করা হয়েছে, যাতে এমজিএনরেগা, ফিনান্স কমিশন ফান্ড, স্পেশাল অ্যাসিস্ট্যান্স, আরআইডিএফ সহ বিভিন্ন তহবিল সমন্বিতভাবে ব্যবহার করা যায়।
সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়নের ফলে নিরাপদ ও সুগম যোগাযোগের পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতকরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সরকারি পরিষেবার প্রাপ্তি আরও সহজ হবে। ফলে গ্রামীণ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে, এটি শুধু রাস্তা নির্মাণ প্রকল্প নয়, বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে এক ঐতিহাসিক পদক্ষেপ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ