“দেশের জন্য এটি একটি আনন্দের মুহূর্ত”, বার্তা অমিত শাহর
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): “বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে অভিনন্দন।” এ কথার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খেলা শেষের ঠিক পরে এক্সবার্তায় জানিয়েছেন, “দেশের জন্য এটি একটি আনন্দের মুহূর্ত।” তিনি জানিয়েছেন, ”আমাদের দল ২০২৫-এর আইসিসি মহি
Amit Shah


নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): “বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে অভিনন্দন।” এ কথার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খেলা শেষের ঠিক পরে এক্সবার্তায় জানিয়েছেন, “দেশের জন্য এটি একটি আনন্দের মুহূর্ত।”

তিনি জানিয়েছেন, ”আমাদের দল ২০২৫-এর আইসিসি মহিলা বিশ্বকাপ জিতে ভারতের গর্বকে আকাশচুম্বী করে তুলেছে। তাদের অসাধারণ ক্রিকেট দক্ষতা লক্ষ লক্ষ মেয়ের জন্য অনুপ্রেরণার পথ তৈরি করেছে। পুরো দলকে অভিনন্দন।”

প্রসঙ্গত, নবি মুম্বইয়ে মহিলা ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। ৫২ রানে জিতে বিশ্বজয় হরমনপ্রীত কৌরদের। এই প্রথমবার বিশ্বকাপ জিতল 'উইমেন ইন ব্লু'।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande