রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়িয়ে ফলো অন বাঁচাল ত্রিপুরা ৬/১৯৯ রান
আগরতলা, ৩ নভেম্বর (হি. স.): মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ধাক্কা সামলে নিয়েছে ত্রিপুরা। একদিকে বাংলা উইকেট তুলতে আক্রমণে ব্যস্ত। অন্যদিকে, ত্রিপুরা রক্ষণাত্মক ব্যাটিংয়ে মনোযোগী। দলগত স্কোর - ৪/৩৬ থেকে অল্প সময়ের ব্যবধানেই ত্রিপুরা - ৬/৯৩ (৩৬ ওভা
রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়িয়ে ফলো অন বাঁচাল ত্রিপুরা ৬/১৯৯ রান


আগরতলা, ৩ নভেম্বর (হি. স.): মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ধাক্কা সামলে নিয়েছে ত্রিপুরা। একদিকে বাংলা উইকেট তুলতে আক্রমণে ব্যস্ত। অন্যদিকে, ত্রিপুরা রক্ষণাত্মক ব্যাটিংয়ে মনোযোগী। দলগত স্কোর - ৪/৩৬ থেকে অল্প সময়ের ব্যবধানেই ত্রিপুরা - ৬/৯৩ (৩৬ ওভারে)। শাহবাজ আহমেদ ও নবাগত রাহুল প্রসাদ একটি করে উইকেট তুলে নিয়েছে। শাহবাজ আহমেদ ১/১৯ ও রাহুল প্রসাদ - ১/১৫ রান দিয়ে তুলেছে উইকেট। উল্লেখ্য, এই প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম উইকেট বোলার রাহুল প্রসাদের ঝুলিতে। যদিও যে কোনও মূল্যে ইনিংস পরাজয় এড়ানোর জন্য তৎপরতা। এদিন দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বাংলা দলের ৩৩৬ রানের জবাবে ১৮৬ রানের গন্ডি পার হয়েছে ত্রিপুরার। অর্থাৎ ইনিংসে পরাজয় রক্ষার দায় নিয়েই ভাবিত ছিল ত্রিপুরা দল। চা - পান বিরতির আগে এই মুহূর্তে দলগত স্কোর ৬/১৯৯ রান। অর্থাৎ তিন পয়েন্ট দখল সুনিশ্চিত করেছে বাংলা ও ত্রিপুরা উভয় দল। ড্র এর দিকেই খেলায় তাকিয়ে দু - দল। হনুমা বিহারি ও বিজয় শঙ্কর জুটি ক্রিজে রয়েছে ত্রিপুরার। এর ফলে, ১৩৭ রানে বাংলার চেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। কাল খেলা শেষ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande