মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ডের সমান হলেন রিচা ঘোষ
মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : রবিবার নবি মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের ফাইনালে রিচা ঘোষ মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডের সমান হলেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিচা ইনিংসে দুটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন এবং দক
মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ডের সমান হলেন রিচা ঘোষ


মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : রবিবার নবি মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের ফাইনালে রিচা ঘোষ মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডের সমান হলেন।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিচা ইনিংসে দুটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লির ১২টি ছক্কার রেকর্ডের সমান হলেন।

শিরোপা লড়াইয়ের আগে, হরমনপ্রীত কৌর আট ইনিংসে ১১টি ছক্কা মেরে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েন।

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা:

**১২ - রিচা ঘোষ

**১২ - ডিয়ান্ড্রা ডটিন

১২ - লিজেল লি

১১ - হরমনপ্রীত কৌর

১০ - নাদিন ডি ক্লার্ক

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande