
মুর্শিদাবাদ, ৪ নভেম্বর (হি.স.): ১০টি সকেট বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ডোমকলের রায়পুর এলাকা থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়েছে৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডের কর্মীদের।
এদিকে, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার বাউসমারি গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৮টি তাজা সকেট বোমা।সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুলিশ মঙ্গলবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করবে। প্রসঙ্গত, দিনকয়েকের মধ্যে এই নিয়ে জেলার তিন জায়গা থেকে বোমা উদ্ধার হলো। কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার শুরুলিয়া গেটপাড়ায় জমির পাশে আলের ধারে পড়ে থাকা আটটি সকেট বোমাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ