
প্রতাপগড়, ৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রতাপগড়ে গাড়ি ও বাইকের সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার গভীর রাতে দেহাত থানার আওতাধীন প্রয়াগরাজ-অযোধ্যা রাস্তায়। ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার এক পুলিশে আধিকারিক জানান, মৃতদের নাম মহেন্দ্র কুমার বিশ্বকর্মা (৩৫) এবং মিথিলেশ বিশ্বকর্মা (২২)। তারা বিশ্বনাথগঞ্জ থানা এলাকার নরহর পট্টি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে কাজ শেষ করে তারা বাইকে করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন