দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের বড় অভিযান, উদ্ধার ৬৪ কেজি গাঁজা
উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন দক্ষিণবঙ্গ সীমান্তের সীমান্তরক্ষী বাহিনী আবারও সতর্কতা এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে। বিএসএফ সদস্যরা মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে মোট ৬৪ কেজি
দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের বড় অভিযান, উদ্ধার ৬৪ কেজি গাঁজা


উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন দক্ষিণবঙ্গ সীমান্তের সীমান্তরক্ষী বাহিনী আবারও সতর্কতা এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে। বিএসএফ সদস্যরা মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বুধবার বিএসএফের জারি করা এক বিবৃতি অনুসারে, ৪ নভেম্বর নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের ৬৭তম ব্যাটালিয়নের মুস্তাফাপুর সীমান্ত ফাঁড়ির অধীনে একটি তল্লাশি ও নজরদারি অভিযান চালানো হয়। রাতের টহল চলাকালীন, বিএসএফ জওয়ানরা দুই বা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারী বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে যেতে দেখেন। জওয়ানদের আওয়াজ পেয়ে চোরাকারবারীরা ঘনবসতি এবং বাঁশের ঝোপের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

এরপর, এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি চলাকালীন, গাঙ্গুলিয়া গ্রামের একটি বাঁশের বাগান থেকে তিনটি সন্দেহজনক বস্তা উদ্ধার করা হয়। পরিদর্শনের পর, বস্তাগুলিতে ৫৬.১৬০ কিলোগ্রাম গাঁজা (২৭ প্যাকেট) এবং ৫৫ বোতল চোকো কাশি সিরাপ পাওয়া গেছে।

এছাড়াও, ১৪৬তম ব্যাটালিয়নের নার্সারিপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানরা পৃথক অভিযানে আট কেজি গাঁজা উদ্ধার করেছে। বাজেয়াপ্ত সমস্ত জিনিসপত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে হস্তান্তর করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande