
দার্জিলিং, ৫ নভেম্বর (হি.স.): রাজ্যে এসআইআর চালুর পরপরই উত্তরবঙ্গে এল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। উত্তরবঙ্গের তিন জেলায় এসআইআরের কাজ খতিয়ে দেখবেন তাঁরা। বুধবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে নামার পর বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন বুথে এসআইআরের কাজ দেখবেন তাঁরা। এই প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে নিজেদের গন্তব্যের দিকে চলে যান তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা