
কালিম্পং, ৫ নভেম্বর, (হি.স.): পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে এবার সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। এতে ফের রাজনৈতিকমহলে তীব্র বিতর্কের ঝড় উঠেছে ।
কালিম্পংয়ে দলীয় কর্মী ও নেতৃত্বদের নিয়ে
মঙ্গলবার রাতে সাংগঠনিক সভা করেন বিমল গুরুং, রোশন গিরিরা। ওই সভাতেই আগামী ৯ নভেম্বর দার্জিলিংয়ের গোর্খা দুঃখ নিবারণী মঞ্চে সর্বদলীয় বৈঠকের ডাক দেন গুরুং। এই বৈঠক ডাকার পিছনে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছে পাহাড়ের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃত্ব।
বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন বিমল গুরুং। পাহাড় জুড়ে রাজনৈতিক সভা, মিছিল করছেন তিনি। পাহাড়বাসীকে বিধানসভা নির্বাচনে একবার তাঁকে সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন বিমল গুরুং। মাঝে পাহাড়ে রাজনৈতিক শক্তি হারিয়েছিলেন। তবে এবার ফের হারানো মাটি ফিরে পেতে তিনি মরিয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত