এপিএসসি-র নয়া চেয়ারম্যান অবসরপ্ৰাপ্ত আইএএস প্ৰভাতী থাওসেন
গুয়াহাটি, ৫ নভেম্বর (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এর পরবর্তী অধ্যক্ষ (চেয়ারম্যান) পদে নিয়োগ করা হয়েছে ডিমা হাসাও জেলা সদর হাফলং শহরের বাসিন্দা, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্ৰভাতী থাওসেনকে। আজ বুধবার রাজ্য কর্মচারী বিভাগের এক বিজ্ঞ
অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্ৰভাতী থাওসেন


গুয়াহাটি, ৫ নভেম্বর (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এর পরবর্তী অধ্যক্ষ (চেয়ারম্যান) পদে নিয়োগ করা হয়েছে ডিমা হাসাও জেলা সদর হাফলং শহরের বাসিন্দা, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্ৰভাতী থাওসেনকে।

আজ বুধবার রাজ্য কর্মচারী বিভাগের এক বিজ্ঞপ্তিতে এপিএসসি-র নতুন অধ্যক্ষ পদে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্ৰভাতী থাওসেনকে নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্ৰভাতী থাওসেনের বাবা জেকে থাওসেন এক সময় আসাম পাবলিক সার্ভিস কমিশন-এর সদস্য ছিলেন। এদিকে প্রভাতী থাওসেন আসাম পাবলিক সার্ভিস কমিশন-এর অধ্যক্ষ পদে নিযুক্তি দেওয়ার খবর চাউর হলে ডিমা হাসাও জেলার বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande