
গুয়াহাটি, ৫ নভেম্বর (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এর পরবর্তী অধ্যক্ষ (চেয়ারম্যান) পদে নিয়োগ করা হয়েছে ডিমা হাসাও জেলা সদর হাফলং শহরের বাসিন্দা, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্ৰভাতী থাওসেনকে।
আজ বুধবার রাজ্য কর্মচারী বিভাগের এক বিজ্ঞপ্তিতে এপিএসসি-র নতুন অধ্যক্ষ পদে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্ৰভাতী থাওসেনকে নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্ৰভাতী থাওসেনের বাবা জেকে থাওসেন এক সময় আসাম পাবলিক সার্ভিস কমিশন-এর সদস্য ছিলেন। এদিকে প্রভাতী থাওসেন আসাম পাবলিক সার্ভিস কমিশন-এর অধ্যক্ষ পদে নিযুক্তি দেওয়ার খবর চাউর হলে ডিমা হাসাও জেলার বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব