
নদিয়া, ৫ নভেম্বর ( হি. স.): নবদ্বীপের রাস উৎসব মানেই শাক্ত ও বৈষ্ণব ভাবধারার এক অনন্য মিলনমেলা। এই উৎসবের অন্যতম আকর্ষণ শহরের বুড়োশিবতলা ব্যানার্জি পাড়া রোডের শ্রী গৌরাঙ্গি মাতা পুজো। দেড় শতাধিক বছরের ঐতিহ্য বহন করছে এই পুজো, যেখানে দেবীর সঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী, আর দেবীর বাহন হিসেবে থাকে জোড়া সিংহ। উল্লেখযোগ্যভাবে, নবদ্বীপে গৌরাঙ্গি মাতার পুজো হয় মাত্র দুটি স্থানে—যোগনাথতলা ও বুড়োশিবতলায়। শাক্ত মতে পালিত এই পুজোতে একসময় পশুবলি দেওয়ার প্রথা থাকলেও বর্তমানে তা বন্ধ হয়েছে; এখন প্রতীকী বলি হিসেবে আখ, কলা ও কুমড়ো নিবেদন করা হয়। পাড়ার মহিলারা ও তরুণীরা নিজেরাই পুজোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন। পায়েল ঘোষ ও পল্লবী ঘোষ জানান, “বছরভর এই রাস উৎসবের জন্য অপেক্ষায় থাকি আমরা, পুজোর দিনগুলো একসাথে আনন্দে কাটাই।” পুজোর দিনে বুড়োশিব মন্দিরের ‘বাবা বুড়োশিব’ কে এনে বিশেষ পুজো করা হয়। পরদিন বর্ণাঢ্য শোভাযাত্রা বা আড়ংয়ে দেবী গৌরাঙ্গি মাতার প্রতিমা বের হয় জমকালো সাজে। শক্তি ও ভক্তির মিলনে নবদ্বীপের রাস উৎসব হয়ে ওঠে আরও ঐতিহ্যমণ্ডিত।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়