ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার ১৪-তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হাফলঙে
হাফলং (অসম), ৫ নভেম্বর (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার জেলা সদর হাফলঙের লালফিল্ডে ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার ১৪-তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তর কাছ
ড. ভূপেন হাজরিকাকে শ্রদ্ধাঞ্জলি হাফলঙে


হাফলং (অসম), ৫ নভেম্বর (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার জেলা সদর হাফলঙের লালফিল্ডে ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার ১৪-তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার সংগীত সুরের ঊর্ধ্বে ঐক্য, সহানুভূতি এবং সামাজিক ন্যায়বিচারের শক্তিশালী বার্তা প্রদান করে যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

দেবোলাল বলেন, সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ড. ভূপেন হাজরিকা তাঁর শিল্পকর্মের মাধ্যমে যে কালজয়ী বার্তা দিয়ে গিয়েছেন তা প্রতিফলিত করে।

এদিন ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার ১৪-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সরকারিভাবে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাফলং লালফিল্ডে ১,৫০০ ছাত্রছাত্রী মানবশৃঙ্খল গড়ে তাঁর কালজয়ী সৃষ্টি ‘মানুষ মানুষের জন্য...’ গান সম্মিলিতভাবে পরিবেশন করেছেন।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বহুজনের সঙ্গে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি তথা পারিষদ ধৃতি থাওসেন, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন, নিরঞ্জন হোজাই, জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে, পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি, ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর প্রধান সংগঠনের সদস্য ও প্রবীণ নাগরিক, শিক্ষার্থী এবং শিক্ষককুল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande