মোহনপুরে তিন দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনীর সূচনা
মোহনপুর (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : রাস পূর্ণিমা তিথি উপলক্ষে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনীর সূচনা হলো বুধবার। উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে এই উদ্বোধনী অনুষ্
ব্রহ্মকুণ্ড মেলায় মন্ত্রী রতন লাল নাথ


মোহনপুর (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : রাস পূর্ণিমা তিথি উপলক্ষে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনীর সূচনা হলো বুধবার। উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ।

পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ব্রহ্মকুণ্ড মেলা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি মহামানবতার মিলন ও সম্প্রীতির উৎসব। তিনি জানান, ব্রহ্মকুণ্ড এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য প্রায় ১৩ কোটি ৯৬ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং শীঘ্রই উন্নয়নমূলক কাজ শুরু হবে। আধুনিক অবকাঠামো গড়ে তোলা হলে পর্যটন ক্ষেত্র হিসেবে ব্রহ্মকুণ্ড আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিএএডিসি’র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ প্রমুখ।

মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ স্বাগত বক্তব্য রাখেন। তথ্য ও সংস্কৃতি দফতর ও মোহনপুর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন দফতর উন্নয়নমূলক তথ্যসহ প্রদর্শনী স্টল স্থাপন করেছে। অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সংস্কৃতি দফতরের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। মন্ত্রী রতনলাল নাথ পরবর্তীতে প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande