
নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবারও দিল্লির বাতাসের গুণগতমান থাকল খারাপ পর্যায়ে। ধোঁয়াশার ঢেকে যায় দিল্লির বাতাস। মোতিবাগ এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দিল্লির বিভিন্ন অংশে বাতাসের গুণগতমান ছিল খারাপ পর্যায়ে।
বৃহস্পতিবার সকালে দিল্লির বাতাসের গুণগতমানের অনেকটাই অবনতি হয়, সকাল ৮টায় সামগ্রিক বায়ু মানের সূচক ছিল ২৭১। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বুরারি ক্রসিংয়ে ২৮০ একিউআই রেকর্ড করা হয়েছে, যেখানে দ্বারকা সেক্টর ৮-এ ২৯৬ একিউআই রিপোর্ট করা হয়েছে। আইটিওতেও বায়ু মানের সূচকের অবনতি হয়েছে, যা ২৯৫-এ ছিল। মথুরা রোড-এ ২৬৮, জওহরলাল নেহেরু স্টেডিয়াম চত্বরে ২৫৮, ওখলা ফেজ ২-এ ২৫৫ এবং রোহিণীতে ২৯৬।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা