জামুইয়ের জনসভা থেকে বিরোধীদের নিশানা অমিত শাহের
জামুই, ৭ নভেম্বর (হি.স.): শুক্রবার বিহারের জামুইয়ে একটি জনসভা থেকে বিরোধী জোটকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, যদি তারা (মহাগঠবন্ধন) জেতে তাহলে বিহার আবারও রক্তে ভাসবে। কিন্তু আমরা তা হতে দেব না; যারা ইতিমধ্যেই এই ধরন
জামুইয়ের জনসভা থেকে বিরোধীদের নিশানা অমিত শাহের


জামুই, ৭ নভেম্বর (হি.স.): শুক্রবার বিহারের জামুইয়ে একটি জনসভা থেকে বিরোধী জোটকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, যদি তারা (মহাগঠবন্ধন) জেতে তাহলে বিহার আবারও রক্তে ভাসবে। কিন্তু আমরা তা হতে দেব না; যারা ইতিমধ্যেই এই ধরনের দুর্দশা ডেকে এনেছে তাদের আমরা ফিরে আসতে দেব না। তাঁর প্রতিশ্রুতি, আমরা আর পাঁচ বছর সুযোগ পেলে বিহার উন্নত রাজ্যগুলির মধ্যে স্থান পাবে।

শাহ বলেন, লালু প্রসাদ এবং কংগ্রেস মা সীতার মন্দির নির্মাণের বিরোধিতা করতে পারে, কিন্তু আজ জামুইয়ের এই ভূমি থেকে আমি তাদের স্পষ্টভাবে বলতে চাই, যদি আপনি চান আপনার সমস্ত শক্তি দিয়ে যত ইচ্ছা এর বিরোধিতা করুন। বিজেপি এবং এনডিএ কর্মীরা অবশ্যই মা সীতার মন্দির নির্মাণ করবে। এছাড়াও আমরা একটি নতুন জৈন মন্দির নির্মাণের কাজও করছি।

তিনি এও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীজি এবং মুখ্যমন্ত্রী নীতীশজি সকল জীবিকা দিদির ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা দিয়েছেন। লালুজি বলেছেন যে তিনি সেই ১০ হাজার টাকা ফেরত নেবেন। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, শুধু লালুজি নয়, তাঁর পরিবারের তিন প্রজন্মও জীবিকা দিদির টাকা স্পর্শ করতে পারবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande