দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, ব্যাহত বিমান পরিষেবা
নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে চলছে বিমান। বিমানবন্দর সূত্রের খবর, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম’-এ প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তারই প্রভাব পড়ছে বিমান চলাচলে। জানা গেছে, শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দর
দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, ব্যাহত বিমান পরিষেবা


নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে চলছে বিমান। বিমানবন্দর সূত্রের খবর, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম’-এ প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তারই প্রভাব পড়ছে বিমান চলাচলে।

জানা গেছে, শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটির জেরে একাধিক বিমানে দেরি হয়। সকাল থেকে অন্তত শতাধিক বিমানের সময়সূচি ঘেঁটেছে বলে জানা গেছে বিমানবন্দর কর্তৃপক্ষর তরফে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-এর একটি প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যার সমাধানে কাজ চলছে বলেও আশ্বাস দিয়েছে তারা। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইট সংক্রান্ত আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এরই মধ্যে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগো-সহ একাধিক উড়ান সংস্থা যাত্রীদের উদ্দেশে বিজ্ঞপ্তি দিয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করেছে তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande