দুদিনের অসম–সফরে কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নিৰ্মলা, রাজ্যবাসীকে উপহার দেবেন দু-দুটি নান্দনিক প্ৰকল্প
গুয়াহাটি, ৭ নভেম্বর (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ। আজ দুপুর প্রায় বারোটা নাগাদ বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন নির্মলা। বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানান মুখ্যমন্
গুয়াহাটি বিমানবন্দরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী


গুয়াহাটি, ৭ নভেম্বর (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ। আজ দুপুর প্রায় বারোটা নাগাদ বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন নির্মলা। বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ, গুয়াহাটির মেয়র মৃগেণ শরণিয়া প্রমুখ।

বড়ঝাড় বিমানবন্দর থেকে নির্মলা সীতারমণকে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সোজা চলে গেছেন জাগিরোডে নির্মীয়মাণ টাটা সেমিকন্ডাক্টর প্ৰকল্পে। সেখানে টাটা সেমিকন্ডাক্টর প্ৰকল্পের অগ্ৰগতির খোঁজখবর নিয়ে উদ্যোগীদর সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী৷

মধ্যাহ্ন ভোজন করে সেখান থেকে চলে আসবেন গুয়াহাটির কইনাধরায় অবস্থিত রাজ্য অতিথিশালায়৷ এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল ৫.২০ মিনিটে ব্রহ্মপুত্রের তীরে তিনি উদ্বোধন করবেন গুয়াহাটির প্ৰবেশদ্বার ভারতের প্ৰথম অত্যাধুনিক নদী টাৰ্মিনাল গুয়াহাটি গেটওয়ে টাৰ্মিনাল। এই প্ৰকল্পটি ব্ৰহ্মপুত্ৰ নদ দিয়ে যাত্ৰী এবং পণ্য পরিবহণের পাশাপাশি এলাকার পৰ্যটন ক্ষেত্ৰে গুরুত্বপূৰ্ণ ভূমিকা রাখবে। এর পর ৬.৩০ মিনিটে ব্ৰহ্মপুত্ৰ রিভার ফ্ৰন্ট উদ্বোধন করে নির্মলা সীতারমণ জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদ-তটকে দু-দুটি বিলাসবহুল প্ৰকল্পের মাধ্যমে নান্দনিক পৰ্যটনস্থলে রূপান্তরিত করতে রাজ্য সরকার প্রায় ৬৩২ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে ৩০৫ কোটি টাকায় গুয়াহাটি প্ৰবেশদ্বার এবং ৩২৭ কোটি টাকা ব্যয়ে ব্ৰহ্মপুত্ৰ নদতটে সতী রাধিকা শান্তি উদ্যান নিৰ্মাণ করেছে রাজ্য সরকার।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande