
বেতিয়া, ৬ নভেম্বর (হি.স.): বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিততে চলেছে এনডিএ, নির্বাচনী জনসভা থেকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার বেতিয়ার রামনগরে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, ১৪ নভেম্বরের ফলাফল কী হবে জানতে চান? ১৪ নভেম্বর সকাল ৮টায় ভোট গণনা শুরু হবে। সকাল ১১টার মধ্যে লালু ও রাহুলের দল নিশ্চিহ্ন হয়ে যাবে। মোদীজি এবং নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, আমাকে বলুন তো ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের নাম বাদ দেওয়া উচিত, নাকি নয়? চার মাস আগে রাহুল বাবা 'ঘুসপেটিয়া বাঁচাও যাত্রা' শুরু করেছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আমাদের ভোটার তালিকায় থাকা উচিত। আমি জিজ্ঞাসা করতে চাই - বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই কি মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করতে হবে? আপনি (রাহুল গান্ধী) যতই সংবাদ সম্মেলন করুন না কেন, বিজেপি দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে অপসারণের জন্য কাজ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা