মর্মান্তিক! কোট্টায়ামে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে কুকুরের কামড়ে জখম এক বিএলও
কোট্টায়াম, ৬ নভেম্বর (হি.স.): কেরলের কোট্টায়ামে এসআইআর-এর ফর্ম বিলি করতে গিয়ে কুকুরের কামড়ে গুরুতর জখম হলেন এক বিএলও। বিএলও মার্সি জোসেফ বৃহস্পতিবার সকালে বলেন, আমি আজ কোট্টায়ামে এসআইআর-এর কাজে আছি। ডিউটিতে থাকাকালীন, একটি বাড়িতে কুকুরের কামড় খে
মর্মান্তিক! কোট্টায়ামে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে কুকুরের কামড়ে জখম এক বিএলও


কোট্টায়াম, ৬ নভেম্বর (হি.স.): কেরলের কোট্টায়ামে এসআইআর-এর ফর্ম বিলি করতে গিয়ে কুকুরের কামড়ে গুরুতর জখম হলেন এক বিএলও। বিএলও মার্সি জোসেফ বৃহস্পতিবার সকালে বলেন, আমি আজ কোট্টায়ামে এসআইআর-এর কাজে আছি। ডিউটিতে থাকাকালীন, একটি বাড়িতে কুকুরের কামড় খেয়েছি আমি।

কোট্টায়ামের একটি বাড়িতে বিশেষ নিবিড় সংশোধন-র অংশ হিসেবে ফর্ম দিতে যাওয়ার সময় পোষা কুকুরের আক্রমণের শিকার হন একজন বুথ লেভেল অফিসার। তিনি দাবি করেন, বাড়িতে গেলে বাড়ির মালিক কুকুরটিকে তাঁর উপর ছেড়ে দেন। সেই কুকুর তাঁকে কামড় দেয়। শরীরে নানা অংশে জখম হয়েছে তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande