ভোটকেন্দ্র পরিদর্শন মৈথিলীর, পুজো দিলেন বিশ্বনাথ মন্দিরে
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বিহারে ভোট শুরু হতেই বিশেষ বার্তা দিলেন বিজেপি প্রার্থী তথা গায়িকা মৈথিলী ঠাকুর। আলিনগর থেকে ভোটের ময়দানে লড়ছেন তিনি। বললেন, ‘আমার হাত দিয়ে যদি মানুষের সেবা করার সৌভাগ্য লেখা থাকে, তবে যেন সেই সুযোগটি পাই। আশা করছি সব মঙ্
মৈথিলী


পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বিহারে ভোট শুরু হতেই বিশেষ বার্তা দিলেন বিজেপি প্রার্থী তথা গায়িকা মৈথিলী ঠাকুর। আলিনগর থেকে ভোটের ময়দানে লড়ছেন তিনি। বললেন, ‘আমার হাত দিয়ে যদি মানুষের সেবা করার সৌভাগ্য লেখা থাকে, তবে যেন সেই সুযোগটি পাই। আশা করছি সব মঙ্গলময় হবে।’

বৃহস্পতিবার সকালেই তিনি দ্বারভাঙার বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। তারপরেই বেরিয়ে পড়েন নিজের নির্বাচনী ক্ষেত্রের ভোটকেন্দ্র পরিদর্শনে। সেখানে ভোটদাতাদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, ২৫ বছর বয়সী এই গায়িকা তথা বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর লড়ছেন লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী বিনোদ মিশ্র ও প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির বিপ্লব কুমার চৌধুরীর বিরুদ্ধে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande