
খাগাড়িয়া, ৬ নভেম্বর (হি.স.): বিহার বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি (আরভি) প্রধান চিরাগ পাসওয়ান। বৃহস্পতিবার বিহারের খাগাড়িয়ায় একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন চিরাগ। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি নিজের ভোট দিয়ে আমার দায়িত্ব পালন করেছি এবং আমি চাই প্রত্যেকেই নিজের পছন্দের সরকার নির্বাচন করার জন্য একই কাজ করুক।
কংগ্রেস নেতা রাহুলকে কটাক্ষ করে চিরাগ বলেন, যদি মহাজোট জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ততটা প্রচেষ্টা করত, যতটা অজুহাত খুঁজে বের করার জন্য করছে, তাহলে তাঁদের এই অজুহাতের প্রয়োজন হত না। মহাজোট নির্বাচনে হেরে যাচ্ছে। তাঁরা এসআইআর-কে ইস্যু করে, রাহুল গান্ধী প্রতিদিন সংবাদ সম্মেলন করছেন, যদি এতই ভুল হচ্ছে, তাহলে তাঁরা আদালতে যান না কেন?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা