
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বিহারে ভোটগ্রহণের মধ্যে একগুচ্ছ অভিযোগ এনেছে আরজেডি। তাঁদের দাবি, ইচ্ছে করেই আস্তে আস্তে ভোট করানো হচ্ছে। এছাড়াও ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটেরও অভিযোগ এনেছে আরজেডি। আরজেডি-র সমস্ত অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। বিহারের সমস্ত ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভারতের নির্বাচন কমিশন ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করার জন্য সমস্ত মানসম্মত প্রোটোকল অনুসরণ করছে। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার কোনও ভিত্তি নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা